• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

যশোরে বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ২৮ এপ্রিল

  • ''
  • প্রকাশিত ২১ মার্চ ২০২৪

যশোর প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়া মেধা ভিত্তিতে দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যশোরে খেলোয়াড় বাছাই কর্মসূচি হবে আগামী ২৮ এপ্রিল।

এ বাছাই কার্যক্রম হয়ে স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আবেদনের জন্য আনলাইনে বিকেএসপি’র নিজস্ব ওয়েবসাইট লগইন করে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণের পর তা সাবমিট করতে হবে। উল্লেখ্য, বাছাই পরীক্ষার সময় আনলাইন নিবন্ধনকৃত কপি এবং জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। আগ্রহী যশোরের খেলোয়াড়দের আবেদন করতে আহবান করা হয়েছে। বাছাই কার্যক্রমের মধ্যে থাকবে আর্চারি, এ্যাথেলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াস ও কাবাডি খেলায় অনূর্ধ্ব- ১২-১৩ বছর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছর বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে।

নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রথমে এক মাস মেয়াদের একটি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় সারাদেশ হতে নির্বাচিত এক হাজার খেলোয়াড়কে বাছাই করা হবে।

প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী খেলোয়াড়ের মধ্য থেকে চারশ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন ভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা, খাওয়া, যাতায়াত খরচ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলোয়াড়দের সনদ প্রদান করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads